Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পরিচালনা করছে। 

এক নজরে সরকারি শিশু পরিবার (বালিকা)

চরনোয়াবাদভোলা।

১। প্রতিষ্ঠানের নাম: সরকারি শিশু পরিবার (বালিকা), ভোলা।

২।  ঠিকানা /অবস্থান: গ্রাম: চরনোয়াবাদ, ডাকঘর: ভোলা ৮৩০০, উপজেলাঃ ভোলা সদর, জেলা: ভোলা।                                                                     ৩।  (ক)  কোন সালে স্থাপিত: ৩১ অক্টোবর ১৯৭২ খ্রিঃ

      (খ)  ভবন সংখ্যা ও বিবরণ কক্ষ সংখ্যা ইত্যাদি:


ক্রমিক নং

ভবনের নাম

বিবরণ

কক্ষ সংখ্যা

০১

নব নির্মিত ডরমিটরি ভবন

পাঁচ তলা বিশিষ্ট


২৭ টি


০২

নিবাসীদের ডরমিটরি(অব্যবহৃত)

তিন তলা বিশিষ্ট

২৪ টি

০৩

উপতত্ত্বাবধায়কের  বাসভবন (নতুন)

এক তলা বিশিষ্ট

০৬ টি

০৪

উপতত্ত্বাবধায়কের বাসভবন (পুরনো)

এক তলা বিশিষ্ট (জরাজীর্ণ)


০৬ টি

০৫

সহকারী তত্ত্বাবধায়কের বাসভবন

এক তলা বিশিষ্ট (জরাজীর্ণ)


০৪ টি

০৬

কম্পাউন্ডারের বাসভবন

এক তলা বিশিষ্ট (জরাজীর্ণ)


০৪ টি

০৭

এম,এল,এস,এস কোয়াটার

এক তলা বিশিষ্ট (জরাজীর্ণ)


০৪ টি

০৮

পাম্প হাউজ

এক তলা বিশিষ্ট

০১ টি

০৯

ট্রেনিং সেন্টার

দোতলা বিশিষ্ট

০৫ টি


১০

অফিস বিল্ডিং

এক তলা বিশিষ্ট (টিন সেট)


০৪ টি


১১

গার্ড রুম

এক তলা বিশিষ্ট

০১ টি

১২

ওয়েটিং রুম

এক তলা বিশিষ্ট

০১ টি


অব্যবহৃত ভবন সমূহ নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ভোলা সরেজমিনে পরিদর্শন পূর্বক অকেজো ও ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে এবং ভবন গুলো ভেঙ্গে নতুন স্থাপনা নির্মাণ করা যেতে পারে এ মর্মে প্রতিবেদন দাখিল করেছেন।

৪।         (ক)  জমির পরিমাণ:  ৪.৩২  একর।

              মৌজার নাম:  চরনোয়াবাদ,ভোলা সদর,ভোলা। 

               খতিয়ান নম্বর : ৩৭,৪৮,২৮৯,৪৪৬,৬৫৬

                দাগ নম্বর   ১৮৮,১৮৯,১৯০,১৯১,১৯২,১৯৩,১৯৫,১৯৬,১৯৮,২০০

              (খ) কিভাবে মালিকানা অর্জিত হয়েছে: অধিগ্রহণের  মাধ্যমে।

     (গ) ১৪৩০বঙ্গাব্দ/২০২২-২০২৩ অর্থ বছর পর্যন্ত খাজনা/ভূমি উন্নয়নকর পরিশোধ আছে কিনাঃ  হ্যাঁ

৫। (ক) অনুমোদিত জনবল কাঠামো:রাজস্ব

ক্রমিক নং

পদবী

পদের সংখ্যা

কর্মরত কর্মকর্তা/ কর্মচারীদের নাম

যোগদানের                তারিখ

শূণ্য পদের নাম


মন্তব্য

০১

উপতত্ত্বাবধায়ক

০১ টি

------


০১ টি পদ শূন্য


০২

সহকারী তত্ত্বাবধায়ক যুক্ত শিক্ষক

০১ টি

মোঃ আলমগীর হোসেন

০৫/০৭/২০২৩

-----


০৩

অফিস সহকারী যুক্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক

০১ টি

-------


০১ টি পদ শূন্য


০৪

কারিগরি প্রশিক্ষক

০২ টি

সৈয়দা সাহেলা সারমিন

৩০/০৩/২০২৩

০১ টি পদ শূন্য


০৫

খালাম্মা

০২ টি



০২ টি পদ শূন্য


০৬

কম্পাউন্ডার

০১ টি



০১ টি পদ শূন্য


০৭

মেট্রন-কাম-নার্স

০১ টি



০১ টি পদ শূন্য


০৮

সহকারী শিক্ষক

০২ টি



০২ টি পদ শূন্য


০৯

অফিস সহায়ক

০৫ টি



০৫ টি পদ শূন্য

একজন নৈশ প্রহরী সংযুক্তিতে কর্মরত


১০

কুক/বাবুর্চি

০২ টি

মোঃ ওমর আলী

জাকির

০১/০৪/২০১৪

০১ টি পদ শূন্য


১১

খন্ডকালীন চিকিৎসক

০১ টি

ডা: ছালেহ উদ্দিন মিয়া

১৩/০৪/২০১২

-----



খ) প্রেষণে/সংযুক্ত সংক্রান্ত তথ্য:

ক্রমিক নং

অত্র প্রতিষ্ঠান হতে অন্যত্র  প্রেষণ/সংযুক্তিতে কর্মরতদের ক্ষেত্রে

অন্যত্র হতে প্রেষণ/সংযুক্তিতে অত্র প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে


কর্মরত কর্মকর্তা/কর্মচারীর নাম

পদবী

প্রেষণ/সংযুক্তিতে কর্মরত পদবী ও কর্মস্থল

কর্মকর্তা/কর্মচারীর নাম

কর্মকর্তা/কর্মচারীর মূল

পদবী


০১

০২

০৩

০৪

০৫

০৬

মোঃ আলমগীর হোসেন

সহকারী তত্ত্বাবধায়ক

এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পটুয়াখালী।

১। এস এম রুহুল আমিন

২। হরিচান বেপারী

সহকারী তত্ত্বাবধায়ক


উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক



৬।          (ক) অনুমোদিত মোট নিবাসীর সংখ্যা: ১০০ জন

             (খ) বর্তমান নিবাসী সংখ্যা: ৭৬ জন

             (গ) শিশু পরিবারের নিবাসীদের বয়স ও শ্রেণী ভিত্তিক তথ্য:

বয়স

সংখ্যা

শ্রেণী

সংখ্যা

৬ বছর থেকে ১০ বছর

৩৩ জন

১ম হতে  ৫ম পর্যন্ত

৪৫  জন

১০ বছর উর্ধ্ব থেকে ১৫

২৮ জন

৬ষ্ঠ হতে  ৮ম পর্যন্ত

১৬ জন

১৫ বছর উর্ধ্ব থেকে ১৮ বা তদুর্ধ্ব

১৫ জন

৯ম হতে  দ্বাদশ পর্যন্ত

১৫  জন


৭। প্রশিক্ষণ বিষয়ক তথ্য: সরকারি শিশু পরিবার(বালিকা), ভোলায় দর্জি ও এ্যাম্ব্রয়ডারী প্রশিক্ষণ চালু আছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় নৃত্য ও কম্পিউটার প্রশিক্ষণ চালু আছে।

৮। সরকারি শিশু পরিবার(বালিকা), ভোলা এর নিবাসীদের ৪ টি পরিবারে ভাগ করে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলি নিম্নরূপ:

      (১) সুফিয়া কামাল পরিবারে নিবাসী ২৬ জন।

      (২) রোকেয়া সাখাওয়াত হোসেন পরিবারে ২৬ জন।

      (৩) জাহানারা ইমাম পরিবারে নিবাসী ২৪ জন।

      (৪) কামিনী রায় পরিবারে নিবাসী নাই।

৯। শিক্ষা ব্যবস্থাপনাঃ কোচিং সাইকেলের মাধ্যমে শিশুদের পড়াশুনা অব্যাহত রয়েছে। এ ছাড়া একজন খন্ডকালীন শিক্ষক রয়েছে যিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিশুদের ইংরেজী, গণিত, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে পাঠ দান করেন। প্রতি বছর অত্র প্রতিষ্ঠানের শিশুরা এস, এস, সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে এবং পাশের হার শতভাগ। ২০২২ সালে ০৪ জন নিবাসী এস, এস, সি পরীক্ষায় অংশগ্রহন করে। তন্মধ্যে ০১ জন A+  এবং ০৩ জন A গ্রেড পেয়েছে। ২০২৩ সালে একজন এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে A- পেয়ে উত্তীর্ণ হয়েছে।  ২০২৪ সালে ০৪ জন নিবাসী এস, এস, সি পরীক্ষায় অংশগ্রহন করে। তন্মধ্যে ০২ জন A- এবং ০২ জন B গ্রেড পেয়েছে। এ বছর  এইচ, এস, সি পরীক্ষার্থী ০৩ জন। এ বছর ০১ জন সমাজসেবা অধিদফতর হতে মেধাবৃত্তি পাচ্ছে। এছাড়া ইসলামি ফাউন্ডেশন থেকে নিয়োগকৃত একজন মহিলা শিক্ষক এর মাধ্যমে শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়।